‘জনতার অধিকার আমাদের অঙ্গীকার’স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন দল ‘গণঅধিকার পরিষদ’ । মঙ্গলবার রাজধানী ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কার্যালয়ে এ দলের ঘোষণা দেয়া হয়। নতুন দলের পূর্নাঙ্গ কমিটি গঠনে ৮৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে। আহবায়কের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াকে, আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। কমিটিতে নানা পেশার মানুষ স্থান পেয়েছেন।
দলটির মূলনীতি চারটি- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ। ২১ দফা কর্মসূচির খসড়া প্রণয়ন করেছে দলটি। দলের ঘোষণাপত্রে নুর বলেন, আমরা নানান ক্ষেত্রে সৃষ্ট বহু স্তরবিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করবো ইনশাআল্লাহ। এদিকে রেজা কিবরিয়া সাংবাদিকদের জানিয়েছেন, গণমানুষের দল হিসেবে গণমানুষের টাকাতেই পরিচালিত হবে এ দল। জাতীয় সংসদ নির্বাচনে জন্য তারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চায়। কারো সঙ্গে জোট করার বিষয়টি নির্ভর করবে পরিস্থিতির ওপর। সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা আছে তাদের।
এমকে