প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন। আর এ দায়িত্ব দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। যদিও এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্থানান্তরে এখনো কিছু আইনি জটিলতা রয়েই গেছে। মঙ্গলবার রাজধানী ঢাকায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেয়া বক্তব্যে এসব জানা গেছে। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
আসাদুজ্জামান খান কামালের বক্তব্য অনুযায়ী, এনআইডি কার্যক্রমের দায়িত্ব স্থানান্তর সংক্রান্ত আইনি জটিলতা এড়াতে এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগে নির্বাচন কমিশন ১৮ বছরের পর থেকে এনআইডি দিতো, ভোটারদেরই কেবল দেয়া হতো।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মূল দুটি বিভাগ- জননিরাপত্তা এবং সুরক্ষা ও সেবা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে- জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। এখনো এর কার্যক্রম ওভাবে শুরু করতে না পারলেও পরিকল্পনা চলছে- কীভাবে সুষ্ঠুভাবে এটাকে এগিয়ে নেয়া যায়- যোগ করেন মন্ত্রী কামাল।
এমকে