রফতানি সংক্রান্ত আরোপিত শর্তবলী মেনে ৫ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ভারতে রফতানি করা যাবে। রফতানি করতে পারবে অনুমোদিত রফতানিকারক প্রতিষ্ঠানগুলো, অনুমোদনকৃত অবশিষ্ট পরিমাণ ইলিশ।মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সময় বাড়ানোর কারণ হিসাবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। ফলে এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো ইলিশ রফতানি কার্যক্রম শেষ করতে পারেনি।
দুর্গাপূজা উপলক্ষে গেল সেপ্টেম্বর মাসে দুই দফায় দেশের ১১৫টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ টন হারে ইলিশ রফতানির সুযোগ পায়। ১১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টিকে ১০ অক্টোবর এবং ৬৩টিকে ৩ অক্টোবরের মধ্যে এ মাছ রফতানি করতে বলা হয়েছিল।
এমকে