মাস্ক ছাড়া থাকছে না বাকি বিধিনিষেধ

২১ ফেব্রুয়ারী ২০২২

করোনার সংক্রমণ রোধে আরোপিত মাস্ক পরা সংক্রান্ত বিধিনিষেধ ছাড়া অন্যান্য বিধিনিষেধের মেয়াদ আর বাড়ছে না দেশে, আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে ওঠে যাচ্ছে। রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ বাড়তে থাকে দেশে। পরিস্থিতি সামাল দিতে ১০ জানুয়ারি ঘরের বাইরে মুখে যথাযথভাবে মাস্ক পরাসহ ১১ দফা বিধিনিষেধ  আরোপ করে সরকার। কিন্তু গত কয়েক দিন হচ্ছে করোনার সংক্রমণ আগের চেয়ে কমতে শুরু করেছে। প্রায় দেড় মাস দেশ বিধিনিষেধের মধ্য দিয়ে চলার পর বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সরকার।  

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বিধিনিষেধ না থাকলেও সর্বস্তরের মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ যে কোনও সভা-সেমিনার কিংবা সামাজিক অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে। বিধিনিষেধ ওঠে যাচ্ছে বলেই সবার রিল্যাক্স মনে করার কারণ নেই। সর্বস্তরের মানুষকে সচেতন থাকার তাগিদ দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

রাজধানী ঢাকায় সচিবালয়ে এ বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিবের ভাষ্যানুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তররর শিক্ষা প্রতিষ্ঠানের  শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। আর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান শুরু হচ্ছে ১ মার্চ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর