মন্তব্য
অভিনেত্রী, গায়িকা ও ডিস্ক জকি প্যারিস হিলটন আর তার ভাইয়ের বউ টেসলা পরেছিলেন টয়লেট পেপার দিয়ে বানানো বিয়ের পোশাক।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাড়ির পেছনের উঠানে একটা পার্টিতে পাঁচ মিনিটের মধ্যে তাদের পেঁচিয়ে ফেলা হয় টয়লেট পেপার দিয়ে।
কুকুরগুলো কিছুক্ষণের মধ্যে চিবিয়ে সাবাড় করে ফেলায় টয়লেট পেপার অবশ্য বেশিক্ষণ গায়ে রাখতে পারেননি তারা।