গান নিয়ে পরিকল্পনা আছে প্রভার

২৭ অক্টোবর ২০২১

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেছেন, ‘আম্মু আমাকে গান গাওয়াতে চেয়েছিলেন ছোটবেলা থেকেই। কিন্তু গানের চর্চা করতে ভালো লাগত না আমার। তাই গান নিয়ে আর এগোনো হয়নি। বন্ধুদের সামনেও যখন গুনগুন করতাম, তারা প্রশংসা করত। গান গাওয়ার উৎসাহ দিত।’

প্রভার বলেন, ‘রেকর্ড করার পর গানটা শুনে মা খুব পছন্দ করেন, আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই ভাবলাম, ইউটিউবে প্রকাশ করি। এখন দেখা যাক, মানুষ কীভাবে নেয়। গান নিয়ে আমার পরিকল্পনা আছে। গান করব। তবে বিস্তারিত এখনই বলতে চাই না। সময় হলে জানাব।’


মন্তব্য
জেলার খবর