মন্তব্য
আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে চলমান একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ও সাংবিধানিক ক্ষমতা বলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহবান করেছেন। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংসদ সচিবালয়।
বিজ্ঞপ্তিটি অনুযায়ী শুরুর দিন বিকাল ৪টায় বসবে অধিবেশন। অধিবেশনের কার্যসূচি জানা যায়নি, কয়দিন চলবে তাও নিশ্চিত হওয়া যায়নি। করোনার কারণে আগেরটার মতো এবারের অধিবেশনও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবিধান অনুযায়ী দুই অধিবেশনের মধ্যবর্তী ব্যবধান ৬০ দিনের বেশি হবে না। আগের অধিবেশনটি গত ১৬ সেপ্টেম্বর শেষ হয়।
এমকে