ফরহাদ খান, নড়াইল
২৬ বছর পর নড়াইল জেলা যুবলীগের বর্ধিত সভা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়, সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান। সভায় সংগঠনের বিভিন্ন সমস্যাসহ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বক্তব্য দেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-কৃষি ও সমবায় সম্পাদক রওশন জামির রানা, নড়াইল জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, গাউসুল আজম মাসুম ও মাহফুজুর রহমান মাহফুজ প্রমূখ।
এদিকে, দীর্ঘদিন পর বর্ধিত সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। শহরে একাধিক তোরণ, প্লাকার্ডসহ শোভাবর্ধন করা হয়। সভা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এমকে