দুই বছর পর চবিতে ভর্তি পরীক্ষা শুরু

২৭ অক্টোবর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

দুই বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বুধবার থেকে। ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট আসনের চেয়ে কয়েকগুন বেশি শিক্ষার্থী। এর আগে ২০১৯ সালের ২৭ অক্টোবর এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। এরপর করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল ভর্তি পরীক্ষা।

প্রথমদিনে শিফট ভিত্তিক ‘বি’ ইউনিটের পরীক্ষা হয়। দুই শিফটে পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ২৮ হাজার ৪৪৬ জনের। প্রতি আসনে লড়ছেন ৩৫ জন শিক্ষার্থী। প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশসহ প্রায় ৭শ’ নিরাপত্তাকর্মী কাজ করছেন। এছাড়া জালিয়াতি রোধে প্রক্টরিয়াল বডি ও বিশেষ টিম রয়েছে।

দিলীপ তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর