আপাতত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চিন্তা করছে না বিএনপি। তাদের চিন্তা এখন সরকার পতন নিয়ে।সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় এসব জানা গেছে। মির্জা ফখরুল বলছিলেন- বর্তমান সরকারকে যেতে হবে। এরপর নির্বাচন কমিশন গঠনের পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে, এটাই চুড়ান্ত।
বুধবার রাজধানী ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হিন্দুদের ওপর হামলা ও মন্দিরে হামলার ঘটনায় বিএনপি নেতাদের অভিযুক্ত করা নিয়ে দলের অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির (উত্তর) আহবায়ক আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে