নির্বাচন নিয়ে চিন্তা করছে না বিএনপি

২৭ অক্টোবর ২০২১

আপাতত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চিন্তা করছে না বিএনপি। তাদের চিন্তা এখন সরকার পতন নিয়ে।সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় এসব জানা গেছে। মির্জা ফখরুল বলছিলেন- বর্তমান সরকারকে যেতে হবে। এরপর নির্বাচন কমিশন গঠনের পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে, এটাই চুড়ান্ত।

বুধবার  রাজধানী ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক  হিন্দুদের ওপর হামলা ও মন্দিরে হামলার ঘটনায় বিএনপি নেতাদের অভিযুক্ত করা নিয়ে  দলের অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির (উত্তর) আহবায়ক আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর