রামপালের ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথপাঠ

২৭ অক্টোবর ২০২১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: 

জনপ্রতিনিধি হিসেবে ঠিকঠাকভাবে স্বীয় দ্বায়িত্ব পালনে শপথ বাক্য পাঠ করেছেন বাগেরহাটের রামপালের নবনির্বাচিত ৯ চেয়ারম্যানসহ তাদের পরিষদের সদস্যরা।বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে ইউপি চেয়ারম্যানদেরকে জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান এবং রামপাল উপজেলা অডিটোরিয়ামে  ইউপি সদস্যদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কবীর হোসেন  আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান৷

উপজেলা অডিটোরিয়ামে শপথপাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন , ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মোঃ সামসুদ্দীনসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা৷  এদিকে একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার মোট ৬৬ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন বলে জানা গেছে।  

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর