মন্তব্য
শ্রীদেবী কন্যা অভিনেত্রী জাহ্নবী কাপুর বলেছেন, ‘কাজের বিষয়ে আমি সিরিয়াস। শুটিং করতে গিয়ে যদি চরিত্রটা শারীরিক ও মানসিকভাবে আমাকে আকৃষ্ট না করে, তাহলে মনে হয় কোথাও কোনো কমতি থেকে যাচ্ছে। এই সিনেমার শুটিংয়ে আমার তেমনটাই মনে হয়েছিল।’
পরিচালক জেভিয়ারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জাহ্নবী বলেন, ‘মুথু স্যার আমাকে চাপ নিতে নিষেধ করছেন। বলেছেন, চাপমুক্ত হয়ে যেন কাজ করি। কিন্তু যতক্ষণ আমি আশঙ্কার মধ্যে থাকি, মনে হয় কাজটা ঠিকমতো হয়নি।’