রাজপথে বিক্ষোভে আফগান নারীরা

২৮ অক্টোবর ২০২১

শিক্ষার সুযোগ ও নিজেদের অধিকার আদায়ের দাবিতে ফের রাজধানী কাবুলের রাজপথে বিক্ষোভ করছেন কয়েকশো আফগান নারী।

শিক্ষার অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, নারীদের অন্ধকারে রাখতেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রেখেছে তালেবান সরকার। এখানে নারীদের পড়ালেখা ও কাজের সুযোগ নেই। এমনকি খোলা আকাশে নিশ্বাস নেওয়ারও অধিকার নেই আমাদের। 

 তারা আরো বলেন, কেউ আমাদের কথা শুনছে না। আমাদের অধিকার আদায়ে জাতিসংঘকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।


মন্তব্য
জেলার খবর