মন্তব্য
ফেসবুকে দুটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব লিখেছেন, 'শুভ জন্মদিন জান মাহিয়া মাহি। স্বপ্ন গুলো সত্যি হোক। অনেক অনেক দোয়া। এক আকাশ ভালোবাসা।'
এর আগে জন্মদিনের প্রথম প্রহরের আয়োজন ফেসবুক লাইভের মাধ্যমে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন মাহি।
ক্যাপশনে রাকিব সরকারকে ম্যানশন করে তিনি লিখেছেন, আমি আজ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী কন্যা। (সঙ্গে চারটি ভালোবাসার ইমোজি)