জন্মদিনের পোশাক নিজেই পছন্দ করেছি : পরীমণি

২৮ অক্টোবর ২০২১

জন্মদিনের পোশাক গণমাধ্যমকে চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘জন্মদিনের পোশাক আমি নিজেই পছন্দ করেছি। এটার আলাদা কোনো নাম নেই।

কোনো ডিজাইনারও পোশাকটি বানায়নি। অনুষ্ঠানটি ঘরোয়া ছিল, তাছাড়া আমি তো আর সত্যি সত্যি ককপিটে বসে ফ্লাই করবো না।

যে কারণে পোশাকের ক্ষেত্রেও কোনো রুলস মেনে করা হয়নি। জাস্ট পছন্দ হয়েছে পরেছি।’


মন্তব্য
জেলার খবর