‘সবকিছু সততা, ঈমানদারী ও মনোযোগ দিয়ে করতে হবে’

২৮ অক্টোবর ২০২১

স্যোশাল মিডিয়ার তারকা কুশা কাপিলার ‘টিন্ডারস সোয়াইপ রাইড’ সিরিজে হাজির হয়ে বলিউড অভিনেত্রী সারা আলী খান  বলেছেন, ‘আমি কখনও প্রেমে পড়িনি, প্রথম দেখায় প্রেম তো দূরের কথা। সারার জীবনে প্রেম আসেনি, সারার ক্ষুধা লাগে, সারাকে কফি খাওয়াও এগুলো বলে আমাকে সবাই জ্বালাতন করে।’

প্রেমের জন্য কেমন ছেলে পছন্দ প্রশ্ন করলে তিনি জানান, সৎ ও নিষ্ঠাবান ছেলেই তার সবচেয়ে পছন্দ। ডেট করতে গেলে সেখানে মজা ও বুদ্ধিমত্তার মিশেল থাকতে হবে।

সারা আরো বলেন, ‘কেউ ভেতরে এক রকম, বাহিরে অন্যরকম তা হলে চলবে না। সবকিছু সততা, ঈমানদারী ও মনোযোগ দিয়ে করতে হবে।’


মন্তব্য
জেলার খবর