সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন

২৮ অক্টোবর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেনের পরিমাণ- ১১০ কোটি ৩৪ লাখ টাকা। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮০টির,কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত থাকে বাকি ২৯টির।

দিন শেষে ডিএসইএক্স সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে সাত হাজার ১১ দশমিক ৮৮ পয়েন্টে, ডিএসইএস সূচক এক দশমিক শূন্য দুই পয়েন্ট কমে এক হাজার ৪৮১ দশমিক ৪৩ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৩১ পয়েন্ট কমে দুই হাজার ৬৪৪ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় এক হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকা।

বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতন দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) কোম্পানি লিমিটেড ও দর বৃদ্ধিতে অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড তালিকার শীর্ষে ওঠে আসে । লেনদেন হয় ১২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ১০ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর