নভেম্বরে শিক্ষার্থীদের টিকাদান শুরু

২৮ অক্টোবর ২০২১

আগামী ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু হবে। প্রথমে শুধু ঢাকায় ১২টি কেন্দ্রে দেয়া হবে এ টিকা। প্রতিদিন টিকা দেয়া হবে ৪০ হাজার শিক্ষার্থীকে। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন  জাহিদ মালেক। সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী জাহিদ মালেকের বক্তব্য অনুযায়ী, শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে। শুরুতে কেবল ঢাকায় দেয়া হলেও পরবর্তীতে সারাদেশেই দেয়ার হবে এ টিকা। ঢাকাতেও কেন্দ্র আরো বাড়ানো হবে। পর্যাপ্ত পরিমাণ ফাইজারের টিকা মজুত আছে সরকারের হাতে।

এমকে


মন্তব্য
জেলার খবর