মন্তব্য
করোনায় ভুগে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। একই সময়ে এ রোগ শনাক্ত হয়েছে ২৯৪ জনের। পরীক্ষায় ১ দশমিক ৫০ শতাংশ নমুনায় রোগটি শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২২৭ জন। স্বাস্থ্য অধিদফতর বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনের। এর মধ্যে ২৭ হাজার ৮৪৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন। ১ কোটি ৩ লাখ ১ হাজার ৫৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ২৩।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৪৩৫টি,অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫৩৫টি নমুনা। মারা যাওয়াদের মধ্যে ঢাকার চারজন, বাকি দুইজন চট্টগ্রামের। এদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন এবং বেসরকারি হাসপাতালে দুইজন মারা গেছেন ।
এমকে