সাম্প্রদায়িক হামলা: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

২৮ অক্টোবর ২০২১

দেশের কয়েক জেলায় হিন্দু সম্প্রদায়, তাদের বাসস্থান এবং উপাসনালয়ে সাম্প্রতিক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তাও কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে জারি করা হয়েছে রুল। এ সংক্রান্ত রিটের শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ নির্দেশসহ রুল জারি করেন। রুলের জবাব দিতে হবে বিবাদীদের।

বিবাদীরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, বিটিআরসির চেয়ারম্যান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর ও ফেনীর ডিসি-এসপিসহ ১৯ জন।

২১ অক্টোবর এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অনুপ কুমার সাহা ও স্নেহালতা সাহা। তদন্ত ছাড়াও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে ব্যর্থ ও দোষী কর্মকর্তাদের আদালতের উপস্থিত হওয়ার নির্দেশনা চাওয়া হয়। আর নির্দেশনা চাওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে— এমন পোস্ট এবং ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণের। শুনানিতে রিটের পক্ষে কথা বলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

 

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর