সভা-সমাবেশের অনুমতি দিলে বিএনপি হামলা ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনগণের সম্পদ বিনষ্ট করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তাদের কর্মসূচি মানেই বিশৃঙ্খলা সৃষ্টি করা। মঙ্গলবার নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস সৃষ্টিই প্রমাণ করেছে- শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সক্ষম নয় তারা। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে প্রেসব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, সাংবিধানিকভাবে সবারই অধিকার আছে সভা-সমাবেশ করার, কিন্তু সমাবেশের অনুমতি না দিলে বিএনপি বলতো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি জানান, তারা কর্মসূচি দিলেই জনগণের মনে আতঙ্ক সৃষ্টি হয়। কর্মসূচির নামে তারা কোনো সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে তার দল।
পূজামণ্ডপের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান- দল দেখে নয়, ভিডিও ফুটেজ দেখেই চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিস্থিতি ঘোলাটে করতে চাইলেও সরকার সেটা শক্ত হাতে দমন করেছে-যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এমকে