মন্তব্য
চীনের ছোট শহরগুলোতে ‘সুপার হাইরাইজ ভবন’ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং।
ত্রিশ লাখের কম মানুষের শহরে ১৫০ মিটারের বেশি উচ্চতার দালান নির্মাণ করা যাবে না।
কোনো শহরে ৩০ লাখের বেশি মানুষ হলে দালানের উচ্চতা হবে সর্বোচ্চ ২৫০ মিটার।