মন্তব্য
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রায় ২০ কেজি (৪৪ পাউন্ড) ওজন কমিয়েছেন।
কিম ২০১৯ সালে তাঁর ওজন মেপেছিলেন। তখন সেটি ছিল প্রায় ১৪০ কেজি।
অতিরিক্ত ওজনের অধিকারী এবং ধূমপায়ী ৩৭ বছর বয়সী এই নেতার 'বডি ডাবল' ব্যবহারের গুজব ভিত্তিহীন।
এনডিটিভি