দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ‘বড় মঞ্চের তারকা’ নামক অনুষ্ঠানে বলেছেন, ‘কখনোই ভাবিনি ক্যামেরার সামনে দাঁড়াব। কোনো দিন চিন্তাও করিনি সিনেমায় কাজ করব। সত্যি কথা বলতে, আমি পকেটমানির (হাতখরচ) জন্য কাজ শুরু করি। আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করি, আমি তো সিনেমাতেও কাজ করতে পারি। পুরো বিষয়টা অটো হয়ে গেছে।’
তিনি আরো বলেন, বলেন, ‘একটা মেহেদির বিজ্ঞাপনে কলকাতায় ছিলাম। আমাকে যখন ফোন করে বলল, আপনাকে একটি অডিশন দিতে হবে। তবে এর আগে আমি কিছু সিনেমার অফার পেয়েছিলাম। কিন্তু তখন আমি শিওর ছিলাম না, আমি সিনেমাই করব। কারণ সিনেমায় অভিনয় করা বড় একটি সিদ্ধান্ত। বিজ্ঞাপনের সেট থেকেই আমি এসকে মুভিজের অফিসে যাই। সেখানে সবাই ছিলেন।
ছয় ঘণ্টার মতো অডিশন নেওয়া হলো। সব ধরনের লুকে অডিশন দিয়েছি। কলকাতার বিভিন্ন পুরোনো সিনেমার ডায়ালগ আমাকে বলতে বলা হলো। অডিশন শেষ করার পর গাড়িতে উঠে আম্মুকে বলেছি, আমাকে পছন্দ করবে না। আমি পাব না সিনেমায় সুযোগ। পরের দিন সারা সকাল আমাকে ফোনে পাচ্ছিল না। দুপুরের পর আমাকে পায় এবং বলে, তুমি আমাদের সিনেমায় কাজ করছ।’