নওগাঁ ডিসি কার্যালয়ে নেবে ২৮ জন

২৯ অক্টোবর ২০২১

নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয়ে ৫টি পদে মোট ২৮ জনকে নিয়োগ দেয়া হবে। এ জন্য প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

 

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ৩, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১২ জন, লাইব্রেরি সহকারী পদে ১ জন, হিসাব সহকারী পদে ৯ জন ও সার্টিফিকেট সহকারী পদে ৩ জন নিয়োগ দেয়া হবে।

 

২০২০ সালের ২৫ মার্চে প্রার্থীর বয়স ১৮–৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

 

আগ্রহী প্রার্থীরা http://dcnaogaon.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর