মন্তব্য
পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি খণ্ডকালীন আইন উপদেষ্টা পদে একজনকে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতাপূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৪ নভেম্বর ২০২১।
আগ্রহী প্রার্থীকে এলএলবি, এলএলএম পাস হতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি বাতিল বলে গন্য হবে। এছাড়া এই পেশায় সনদপ্রাপ্ত আইনজীবী হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা, হাইকোর্ট বিভাগে কমপক্ষে ৫ বছর এবং আপিল বিভাগে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। পরবর্তীকালে চাকরির মেয়াদ বাড়নো হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে। প্রতি কর্মদিবসে কমপক্ষে তিন ঘণ্টা ব্যাংকে অফিস করতে হবে।
আরআই