ভক্তদের মনে টাইগারদের নিয়ে এবারের বিশ্বকাপে অনেক আশা ছিল। কিন্তু সে আশা যেন আলোর মুখ দেখছেই না। টেনে হিঁচড়ে সুপার টুয়েলভে উঠলেও এখনও জয়ের দেখা পায়নি মাহমুদুল্লাহ বাহিনী। পর পর দুই ম্যাচে হেরে গেছে তারা।
প্রথম জয়ের লক্ষ্যে আজ শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে জয় ভিন্ন কোনো গতি নেই মাহমুদুল্লাহদের। তাই সর্বশক্তি নিয়ে আজ মাঠে নামতে চায় তারা।
এদিকে ক্যারিবিয় দেশটিরও একই অবস্থা। তারাও এখনও জয়ের মুখ দেখেনি। সেমিফাইনালে টিকে থাকতে হলে তাদেরও জয় ভিন্ন অন্য কোনো পথ নেই। আজকে জয় না পেলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হবে তাদের। এই সমীকরণকে সামনে রেখে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা।
একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে ক্যারিবিয়রা। তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই।
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই দুই দলেরই আজ জয়ের বিকল্প নেই। বাংলাদেশকে হারাতেই হবে গেইল-পোলার্ড-রাসেলদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে, শতভাগ চেষ্টা দিয়ে জয় ছিনিয়ে নিতে চান গেইলরা। বলা যায়, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এখন দাঁড়িয়ে একবিন্দুতেও। সেমিফাইলে উঠতে দুই দলেরই অঘোষিত 'ফাইনাল' আজ। তাই জয়ের জন্য শক্ত একাদশ বেছে নিবে প্রতি দলই।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ/শামীম হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য স্কোয়াড:
এভিন লুইস, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স/রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসাইন, জেসন হোল্ডার/থমাস, রবি রামপাল, ওবেড ম্যাককয়।
আরআই