অসতর্কতায় অবনতির আশঙ্কা

২৯ অক্টোবর ২০২১

দিনকে দিন কমছে করোনা রোগী শনাক্তের সংখ্যা, সেই সঙ্গে কমছে মৃত্যুর সংখ্যাও। করোনা পরিস্থিতির দৃশ্যত উন্নতিতে একটু ‘আয়েশি ভাব’ এসে গেছে সাধারণ মানুষের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দুরত্বসহ করোনা সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্যবিধি। এ ধরণের অসতর্কতায় আবারো করোনা পরিস্থিতির অবনতি হতে পারে। অসতর্ক হলে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সেই আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল গ্রহণ অনুষ্ঠানে এ আশঙ্কা প্রকাশ করেন। তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শীতকাল আসছে- পৃথিবীর সব দেশে আবার করোনা দেখা দিচ্ছে।  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপের বিভিন্ন দেশে ইতোমধ্যেই করোনার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, সময় এসেছে আবার সতর্কতা অবলম্বনের। তাহলে এ প্রাদুর্ভাব দেশকে আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ্। শীতকালে একটু ঠাণ্ডা লাগলে সর্দি-কাশি হয়। এটা হলেই  সতর্ক থাকতে হবে- যোগ করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের  জানায়, গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ৫০ শতাংশ নমুনায় রোগটি শনাক্ত হয়েছে।  গত কয়েকদিন ধরেই শনাক্তের এ হার এককের ঘরে অবস্থান করছে, পাঁচের নিচে নেমে এসেছে। যদিও এখন পর্যন্ত গড় শনাক্তের হার দৈনিক  ১৫ দশমিক ২৩। এ পর্যন্ত  রোগটি শনাক্ত  হয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনের। এর মধ্যে ২৭ হাজার ৮৪৭ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর