বাংলাদেশ বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদে এলো ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ইঞ্জুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলটির অন্যতম পেসার ওবেদ ম্যাককয়ের। তার বদলে দলে ফিরছেন আরেক শক্তিমান পেসার জেসন হোল্ডার।
টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন ওবেদ ম্যাককয়, তবে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে। তখন অবশ্য জানানো হয়নি না খেলতে পারার কারণ। অবশেষে তা জানা গেলো তার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেই।
আজ শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ বিশ্বকাপে শুরুটা অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নদের মতো হয়নি। বরং হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না। আজকে বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে তারা। তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না দলটি।
অপরদিকে দেশের মাটিতে দুর্দান্ত খেলা বাংলাদেশ বিদেশের মাটিতে পা রেখেই যেন খেই হারিয়ে ফেলেছে। হারের বৃত্ত যেন ঘিরে ধরেছে। সুপার টুয়েলভে পর পর দুটি ম্যাচে হেরে গেছে টাইগাররা। আজ জয় ভিন্ন অন্য কোনো উপায় নেই সেমিফাইনালে টিকে থাকার। ক্যারিবিয়দের বিপক্ষে আজ জিতলে তবেই বিশ্বকাপে টিকে থাকবে, অন্যথায় বিদায় নিতে হবে। আজ তাই জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
আরআই