জিতলে সেমিফাইনালে খেলার সম্ভবনা, আর হারলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়- এমন ম্যাচে হেরে গেল বাংলাদেশ। রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ৩ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে ম্যাচ জেতালেন আন্দ্রে রাসেল। ১৪২ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু সেটা করতে পারলেন না মাহমুদুল্লাহরা।
শুক্রবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ। ওয়েস্ট ইন্ডিজকে কম রানে আটকে রাখাই ছিল মূল লক্ষ্য। ক্যারিবিয়ান দলের হয়ে ক্রিস গেইল (৪) ও এভিন লুইস (৬) ওপেন করতে নেমেছিলেন। দু’জনকেই কম রানে ফিরিয়ে দেয় টাইগাররা। ক্যারিবিয়দের হয়ে হাল ধরেন রস্টন চেজ। ৪৬ বলে ৩৯ রান করেন তিনি।
শেষ বেলায় দলকে ১৪২ রানের পুঁজি এ দিয়ে ফেরেন নিকোলাস পুরান। ২২ বলে ৪০ রান করেন তিনি। চারটি ছয় ও একটি চারের মারে সাজানো ছিল তার ইনিংস। দলে যোগ দিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা জেসন হোল্ডারও ৫ বলে ১৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে সাকিবকে আজ ওপেন করতে পাঠানো হয়। সাথে ছিলেন বরাবরের মতো মোহাম্মদ নাইম। এদিন সাকিব জ্বলে উঠথে পারেনি। মাত্র ৯ রান করে আউট হয়ে যান। নাইম ফেরেন ১৯ বলে ১৭ রান করে। ২৯ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।
সৌম্য সরকার এদিন কিছুটা জ্বলে উঠতে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। দলীয় স্কোরে আরো ১৭ রান যোগ করে ফেরেন তিনি। ওই মুহূর্তে ফের স্কুপ করে বিদায় নেন মুশফিক। আট রানে আউট হন তিনি। তবে উইকেটে থিতু হয়েছিলেন লিটন দাস। তার ব্যাট থেকে আসে ৪৪ রান। ৪৩ বলে এ রান করেন তিনি। জয়ের আশা যেন জাগিয়ে ছিলেন তিনি। শেষ বলে দরকার ছিল ৪ রান। কিন্তু পারলেন না মাহদুল্লাহ। মাত্র ৩ রানের জয় পায় ক্যারিবিয়রা। স্বপ্ন শেষ হলো বাংলাদেশের।
আরআই