মন্তব্য
চলতি অক্টোবর মাসের ২৮ দিনে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাঁচ হাজার ১৬০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২০ ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তিকৃতদের বেশিভাগই ঢাকার, ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৫৭ জন। আর মারা গেছেন সব মিলে ৮৯ জন। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
কন্ট্রোল রুমের হিসাবে, বিভিন্ন হাসপাতালে ১৩০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়। এদের মধ্যে ১২৬ জন ঢাকার, বাকিরা ঢাকার বাইরে- অন্য বিভাগে। বর্তমানে ভর্তি আছেন ৮২৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৬৬৯ জন, বাকিরা অন্য বিভাগে। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৪৪৫ জন।
এমকে