আফগানদের বিপক্ষে সিরিজ জিততে চান মিরাজ

২১ ফেব্রুয়ারী ২০২২

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল। শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে এবার মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

 

মাঠে নামার আগে সফরকারীদের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজ জানান, সাধারণ পরিকল্পনা অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে চান আফগানদের বিপক্ষে।

 

চট্টগ্রাম যাত্রাকালে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, ‘সাধারণ পরিকল্পনা থাকবে, যেটা সবসময় করে এসেছি। ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে এসেছি, সেরকম সাধারণ পরিকল্পনাই থাকবে। হোয়াইটওয়াশ বলা যাবে না। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলব এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে। প্রথম লক্ষ্যটাই থাকবে সিরিজ জেতা।’

 

তিন ম্যাচের টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। দিনের আলোয় অনুষ্ঠিতব্য প্রতিটি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

 

আরআই


মন্তব্য
জেলার খবর