একটা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অন্যথায় নির্বাচন হবে না। শুক্রবার রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংসদ নির্বাচন প্রসঙ্গে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ মানবন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শেষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে সাম্প্রতিক তাদের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।
আওয়ামী লীগকে ইঙ্গিত করেন বিএনপি মহাসচিব বলেন, তাদের পায়ের নিচে মাটি নেই। যেদিন জনগণ রাজপথে বের হবে, সেদিন তারা পালানোর পথ খুঁজে পাবে না। দুর্বার আন্দোলন গড়ে তুলতে এ সময় তার দলের নেতাকের্মীদের সংঘবদ্ধ হওয়ারও আহবান জানান মির্জা ফখরুল।
এমকে