মন্তব্য
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলার চরফ্যাশনে নিজের মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জান্নাত বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে আসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নুরনবী মেম্বার বাড়ি এলাকায় তার বাড়িতেই এ দুর্ঘটনা ঘটে। জান্নাত বেগম স্থানীয় ব্যবসায়ী ছিদ্দিক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসাধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, জান্নাত বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এমকে