মন্তব্য
পরিচালক সঞ্জয় দত্ত টুইটে লিখেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষকে সাহায্য করেন শাহরুখ খান, অনেককে কাজ জুটিয়ে দিয়েছেন এবং এখনও তা করে চলেছেন।
ইন্ডাস্ট্রির প্রত্যেক পদক্ষেপে তিনি পাশে থেকেছেন। আর এই মানুষটার বিপদেই বলিউডের কারও মুখে কোনো কথা নেই। এটা অত্যন্ত লজ্জাজনক।’
এরপরই আবার সঞ্জয় গুপ্ত ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আজ উনার ছেলে ভুগছে, কাল আপনার ছেলেও হতে পারে। তখনও কি এমন কাপুরুষের মতো চুপ থাকবেন?’