মন্তব্য
শাহরুখের খুব ঘনিষ্ঠ এবং প্রভাবশালীরা প্রায় সবাই আরিয়ান খানের ব্যাপারে চুপ করে আছেন।
বলিউডের অন্যতম শ্রেষ্ঠ গায়ক মিকা সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে লিখেছেন, ‘সবাই নাটক দেখছে কিন্তু কেউ একটাও কথা বলছে না। আমি শাহরুখ খানের পাশে রয়েছি।
আরিয়ানের জামিন অবশ্যই হওয়া উচিত। আমার মনে হয় ইন্ড্রাস্টির সকলের বাচ্চা একবার জেলে গেলে তবে ইউনিটি দেখাবে।’