মন্তব্য
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের জন্মদিন উপলক্ষ্যে জেনিফার গেটস টুইটারে লেখেন—‘হ্যাপি হ্যাপি ৬৬তম বিল গেটস।’
জেনিফার আরও লেখেন— তোমার অন্তহীন কৌতূহল, অবিরাম অন্বেষণ এবং মানবতাকে সাহায্য করার ইচ্ছার উদাহরণ থেকে শিখতে পেরে কৃতজ্ঞ।
জেনিফারের এ পোস্টের কমেন্টে বিল গেটস লিখেছেন— জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য তোমাকে ধন্যবাদ, জেন। আমি অত্যন্ত গর্বিত তোমার বাবা হতে পেরে।