বিপিএল সেরা একাদশ, অধিনায়ক সাকিব

২১ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শেষে বিপিএলের সেরা একাদশ বাছাই করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। বাছাই করা সেরা একাদশের অধিনায়ক হিসেবে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানকে বাছাই করেছে তারা।

 

বিপিএল সেরা একাদশের ওপেনা হিসেবে রয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকার তামিম ইকবাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংল্যান্ডের ক্রিকেটার উইল জ্যাকস। এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জ্যাকস। আর দেশিদের মধ্যে সর্বোচ্চ রান ছিলো তামিমের। রান সংগ্রহের তালিকায় তৃতীয়স্থানে ছিলেন তামিম। তামিম ৪০৭ ও জ্যাকস ৪১৪ রান করেন।

 

৪১০ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার আছেন তিন নম্বরে। চার নম্বরে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাকিব। ২৮৪ রান ও ১৬ উইকেট নিয়েছেন তিনি।

 

সাকিবের পর ব্যাটিং অর্ডারে আছেন কুমিল্লার ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ২২৫ রানের পাশাপাশি ৯ উইকেট নিয়েছেন তিনি। এরপর আছেন ইয়াসির আলি। খুলনা টাইগার্সের এ ব্যাটার ২১৯ রান করেছেন।

 

উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। ২৮০ রান করার পাশাপাশি ৪ ডিসমিসাল ছিলো তার।

 

বোলিং বিভাগে আছেন স্পিনার কুমিল্লার সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের এ স্পিনার ১৫৯ রান ও ৪ উইকেট নিয়েছেন। ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

 

এরপর আছেন তিন পেসার- শহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মুস্তাফিজুর রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শহিদুল ১৪ উইকেট, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মৃত্যুঞ্জয় ১৫ উইকেট নেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজ। ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বোলারের মুকুটও উঠেছে তার মাথায়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর