প্রাইভেসি চাইছেন জিজি হাদিদ

৩০ অক্টোবর ২০২১

ফ্যাশন মডেল জিজি হাদিদ  ও জনপ্রিয় গায়ক জায়ান মালিক এখন একসঙ্গে থাকছেন না।

যদিও তারা বাবা-মা হিসেবে যথেষ্ট দায়িত্বশীল। তারা একসঙ্গে সন্তানের দেখাশোনা করবেন।

জিজি হাদিদের মা ইয়োলান্ডা মেয়ের ব্যাপারে খুবই রক্ষণশীল। মেয়ে ও নাতনির সর্বোচ্চ ভালোটুকু চাইছেন তিনি।

জিজি হাদিরের মনোযোগ এখন সম্পূর্ণ খাইয়ের দিকে। তিনি এই সময় প্রাইভেসি চাইছেন।


মন্তব্য
জেলার খবর