কফিনের সামনে হাসিমুখে ফটোশুট!

৩০ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা  ২০ বছর বয়সী মডেল জেইন রিভেরার বাবা গত ১১ অক্টোবর মারা যান।

বাবার শেষকৃত্য অনুষ্ঠানে বাবার কফিনের সামনে আঁটসাঁট কালো রঙের ব্লেজার পরে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলেছেন জেইন।

এ সময় তার বাবাব কফিনের ডালাটি খোলা ছিল। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।


মন্তব্য
জেলার খবর