পাকিস্তানের টানা ৩য় জয়

৩০ অক্টোবর ২০২১

এবারের বিশ্বকাপে অন্য পাকিস্তানকে দেখছে বিশ্ব। প্রথম ম্যাচে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে যেন তাক লাগিয়ে দিয়েছে। তারা আজ মুখোমুখি হয় আফগানিস্তানের। দলটির বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের ৩য় ম্যাচে আফগানিস্তানকে ১৪৭ রানে বেধে ফেলে। নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেটে তারা এরান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ করে রান আসে মোহাম্মদ নবি ও গুলবাদিন নায়েবের ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ শেহজাদ ৮, করিম জানাত ১৫, রহমাতুল্লাহ গুরবাজ ১০, আসগর আফগান ১০ ও নজিবুল্লাহ জাদরান ২২ রান করেন।

 

জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। আসিফ আলি ৭ বলে ২৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। বলতে গেলে তিনিই জয়ের মূল নায়ক। এছাড়া মোহাম্মদ বিজওয়ান ৮, বাবর আজম ৫১, ফখর জামান ৩০, মোহম্মদ হাফিজ ১০ ও শোয়েব মালিক ১৯ রান করেন।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর