ফেরেনি স্বস্তি

৩০ অক্টোবর ২০২১

সপ্তাহ পার হয়েছে একটা। এখনো পরিবর্তন হয়নি  চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেলের দামের। এগুলো বিক্রি হচ্ছে এক সপ্তাহের আগের দামেই। তবে আগের সপ্তাহের চেয়ে আরো বেড়েছে ডিম ও মাছের দাম। এখনো সহনীয় দরে আসেনি পেঁয়াজ। আরে এতে অস্বস্তি বিরাজ করা ক্রেতাদের মাঝে এখনো ফেরেনি স্বস্তি।    আগের চেয়ে বাড়তি দামে এসব পণ্য কিনতে ফাঁকা হয়ে যাচ্ছে ভোক্তা পর্যায়ের ক্রেতাদের পকেট।

ভুক্তভোগীরা মনে করছেন, বাজার দর নিম্নমূখী না হলে জীবনধারণ করা দুঃসাধ্য  হয়ে পড়বে তাদের জন্য। কারণ নিত্যপণ্যের সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিল, সন্তানদের লেখাপড়া, চিকিৎসাসহ অন্যান্য আনুসাঙ্গিক খরচ। আর এতে মাসিক খরচ আগের তুলনায় বাড়লেও বেতন বা আয় বাড়েনি বা বাড়ছে না তাদের। ফলে প্রয়োজনীয় অতিরিক্ত টাকার যোগান দিতে ভারী হচ্ছে ঋণের পাল্লা, নয়তো খরচ কমাতে তিন ওয়াক্তের খাবার তালিকায় নূন্যতম খাবার রাখতে হচ্ছে। আর এর বিরূপ প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের চাহিদা মতো পুষ্টির ওপর।   

জানা গেছে, বাজারে ‘গরীবের চাল’ খ্যাত মোটা চাল এখনো বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। চিকন চালের মধ্যে মিনিকেট ও নাজিরশাইল ৭০-৮০ টাকা, এক লিটারের তেল বোতলজাত সয়াবিন ১৬০ টাকা, খোলা সয়াবিন ১৫৩ টাকা, পামওয়েল ১৪৫-১৫০ টাকা, মানভেদে সরিষা ১৮০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আটা ৩৬ -৩৮ টাকা, ময়দা ৪০ টাকা, চিনি মানভেদে ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে। ব্রয়লার মুরগির কেজি  বিক্রি হচ্ছে ১৭৫-১৮০ টাকা দরে। পেঁয়াজের কেজি দেশি ৫৫-৬০ ও আমদানি ৪২ -৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কেজি প্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা দরে। পেঁপে ও আলুটা ৪০ টাকার নিচে বিক্রি হলও বাকি সব সবজি বিক্রি হচ্ছে তার ওপরে। আগাম শীতকালীন সবজির দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম আগের চেয়ে কিছুটা কমেছে,কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম।

 

 

এমকে


মন্তব্য
জেলার খবর