রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে আলোচনা সভা হয়েছে ৷ সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অডিটরিয়ামে এ সভা হয় ৷
রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দেব কুমার দেবনাথ, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
অমিত পাল/এমকে