পজিটিভ সাপোর্টই দেওয়া উচিত : মেহজাবীন

৩০ অক্টোবর ২০২১

জনপ্রিয় অভিনয় শিল্পী মেহজাবীন চৌধুরী বলেছেন, ‘ ক্রিকেটারদের যতটুকু সাপোর্ট দেওয়ার সেটাই আমাদের করা উচিত। আসলে তাদের (ক্রিকেটারদের) কাছে পজিটিভিটিটা ছড়িয়ে দেওয়া উচিত। পজিটিভ সাপোর্টই দেওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমরা অবশ্যই জানি, ক্রিকেট আমাদের জন্য আবেগের বড় নাম। তো নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে, আরেকজনকে নিজের অজান্তে কষ্ট দিয়ে দেব এই জিনিসটা হওয়া উচিত না। আমাদের সবারই স্পোর্টসম্যানশিপ স্পিরিট থাকা উচিত।’

মেহজাবীনের কাছে জয়-পরাজয়ের চেয়ে খেলার আনন্দটাই আগে, ‘একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই চাইব আমাদের টাইগাররাই জিতুক। তারা সব ম্যাচ জিতুক। কিন্তু আমি এটাও বুঝি, খেলা তো খেলাই। এখানে জয় যেমন থাকবে, তেমন হারও থাকবে। একদিন আমরা জিতব, আরেকদিন অন্য টিম জিতবে। আমি চাই আমাদের টিম ভালো পারফরম্যান্সটা করুক। আর যত দূর যেতে পারে এগিয়ে যাক, আমরা সব সময় তাদের পাশে আছি।’


মন্তব্য
জেলার খবর