মন্তব্য
বলিউড অভিনেত্রী রুবিনা ট্যান্ডন শাহরুখপুত্র আরিয়ান খানের জামিন পাওয়া নিয়ে টুইট বার্তায় লিখেছেন, 'অভিভাবক হিসেবে কীভাবে ওদের নিদ্রাহীন রাত কেটেছে তা বুঝতে পারি।
বন্ধু হিসেবে চাই, ওদের আরও ধৈর্য ধারণের ক্ষমতা বাড়ুক।। সমস্ত ভালো ও ইতিবাচক দিক বেরিয়ে আসুক।'
টুইটারে নব্বইয়ের পর্দা কাঁপানো এই নায়িকা আরোও লেখেন, আশা করি, আপনাদের সবার কাছে এটা খুশির দীপাবলি। গোটা বিশ্ব সবসময় ভালবাসা ও শান্তিতে ভরে থাকুক।