দেশে সাইবার অপরাধের পরিমাণ ধারণার বাইরে বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এ অপরাধ দমনে পুলিশকে সেভাবেই তৈরি করা হচ্ছে। শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সঠিক সময় সঠিক কাজ করায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হচ্ছে। ছোট আকারে হলেও পুলিশ বাহিনীতে সাইবার ইউনিট করা হয়েছে। এ ইউনিটের আকার বাড়াতে হবে। আর সেই লক্ষেই কাজ করছে তাঁর মন্ত্রণালয়। তিনি জানান, টেকনোলোজির ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও আছে। ভালো দিকটাই সবাইকে বেছে নিতে হবে। সাম্প্রতিক পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণকে উদ্বুদ্ধ করে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেটা জনগণ ও পুলিশ একত্রিত হয়ে প্রতিরোধ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করলে অপরাধ ঘটার আগেই ব্যবস্থা নেয়া যাবে। দেশের শান্তি–শৃঙ্খলায় অনেক দায়িত্ব রয়ে গেছে কমিউনিটি পুলিশিংয়ের।
অনুষ্ঠানে খ্যাতিমান বিজ্ঞানী ও লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল,পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে