বিএনপির পায়ের নিচে মাটি নেই, আর আওয়ামী পরমতসহিষ্ণু বলেই তারা এখনো দেশে রাজনীতি করতে পারছে- এমনটাই মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলছেন, পায়ের নিচে মাটি থাকলে তারা রাজপথে নামতো, নির্বাচনেও আসতো। শনিবার রাজধানী ঢাকায় মন্ত্রী তার বাসভবনে প্রেসব্রিফিংকালে এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের ভাষ্যানুযায়ী, নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্যই বিএনপির পায়ের নিচে মাটি নেই। আর এ কারণেই তারা শেকড় থেকে বিচ্ছিন্ন,নির্বাচন বিমুখ। যদিও সরকারের পায়ের নিচে মাটি নেই— একযুগ ধরে এ কথা বলে আসছেন বিএনপির নেতারা।
বিএনপি সংবিধান থেকে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটন করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বঙ্গোপসাগরে ফেলতে চেয়েছিল তারা। সেনাপ্রধান থাকাকালে জিয়াউর রহমান ‘হ্যাঁ- না’ ভোট দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল। পক্ষান্তরে গণতন্ত্র বিকাশের পথে থাকা বহু বাধা-বিপত্তিকে অতিক্রম করে শেখ হাসিনা গণতন্ত্রকে সঠিক পথে এনেছেন। আর দেশে গণতন্ত্র আছে বলেই সরকারের সমালোচনা করতে পারছে বিএনপি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এখন সময়ের ব্যাপার বলেও মনে করেন ওবায়দুল কাদের।
এমকে