আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই

৩০ অক্টোবর ২০২১

দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

আবহাওয়া অধিদফতর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মেঘলা থাকতে পারে আকাশ। সারাদেশের আবহাওয়া  শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা, আর সামান্য কমার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা। লঘুচাপটি এখন শ্রীলঙ্কার উপকূলে তামিলনাড়ুতে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সিলেটে- ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এমকে


মন্তব্য
জেলার খবর