মন্তব্য
৪১ বছর বয়স্ক মাজিদ খান যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের বাসিন্দা। ছিলেন আল কায়েদার বার্তাবহনকারী। কিউবার গুয়ানতানামোয় মার্কিন সামরিক ঘাঁটিতে বন্দি থাকা আল কায়েদার সাবেক এই সদস্য সিআইয়ের অকথ্য নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, বিবস্ত্র করে মারধর, কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাখা, ছাদের সঙ্গে হাত বেঁধে ঝুলিয়ে রাখা, শ্বাসরোধ করতে নাকে-মুখে পানি ঢালা, জোর করে খাওয়ানোর মতো আরও ভয়ংকর যে সব নির্যাতন চলত।
কখনো নগ্ন করে ছাদের বিমে ঘণ্টার পর ঘণ্টা ঝুলিয়ে রাখা হতো। দিনের পর দিন জাগিয়ে রাখার জন্যে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখা হতো। মাথা নিচু করে পানির নিচে ডুবিয়ে দেয়া হতো। নাকে এবং মুখে পানি ঢুকিয়ে দেয়া হতো। প্রচুর মারধর করা হতো। যৌন নির্যাতন করা হতো।
আল জাজিরা