মন্তব্য
নাইজেরিয়ায় ডাকাত ও অপহরণকারী দলের ওপর বিমান হামলা চালাতে গিয়ে ভুল করায় দেশটির সেনাবাহিনীর হাতে প্রতিবেশী দেশ নাইজারের ৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। খবর বিবিসির।
নাইজারের মারাডি অঞ্চলের গর্ভনর গভর্নর চাইবৌ আবুবাকার জানিয়েছেন, এ হামলায় ঘটনাস্থলেই চার শিুশ মারা যায়। বাকি তিন জন মারা গেছে হাসপাতালে। ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।
নাইজার ও নাইজেরিয়া ডাকাত ও অপহরণকারীদের নির্মূল করতে ওই এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে। ২০১৮ সাল থেকেই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সেনা টহল বাড়ানো হয়েছে।
আরআই